জীববিজ্ঞান – দশম শ্রেণি

জীববিজ্ঞান - দশম শ্রেণি

অধ্যায় ৪

১১. সবাত শ্বসনের অ্যাসিটাইল কো–এ ও ক্রেবস চক্রে মোট কত অণু NADH2 তৈরি হয়?

ক. ২ অণু খ. ৪ অণু

গ. ৬ অণু ঘ. ৮ অণু

১২. ক্যালভিন ও ব্যাশাম চক্রে প্রথম স্থায়ী পদার্থ কোনটি?

ক. রাইবুলোজ ১.৫ ডাইফসফেট

খ. অক্সালো অ্যাসিটিক অ্যাসিড

গ. ফসফোগ্লিসারালাডিহাইড

ঘ. ফসফোগ্লিসারিক অ্যাসিড

১৩. C3 চক্রে কোনটি প্রথম কার্বন ডাই-অক্সাইড গ্রহীতা হিসেবে কাজ করে?

ক. ফসফোগ্লিসারিক অ্যাসিড

খ. রাইবুলোজ ১.৫ ডাইফসফেট

গ. ফসপোগ্লিসারালডিহাইড

ঘ. অক্সালো অ্যাসিটিক অ্যাসিড

১৪. শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কত?

ক. ১৫° সে-৩৫° সে

খ. ২০° সে-৩৫° সে

গ. ২০° সে-৪৫° সে

ঘ. ২৫° সে-৩৫° সে

১৫. C4 চক্রে প্রথম স্থায়ী পদার্থ কোনটি?

ক. অক্সালো অ্যাসিটিক অ্যাসিড

খ. ফসফোগ্লিসারালডিহাইড

গ. ফসফোগ্লিসারিক অ্যাসিড

ঘ. রাইবুলোজ ১.৫ ডাইফসফেট

১৬. সবাত শ্বসনে কতটি ATP উৎপন্ন হয়?

ক. ১৮টি খ. ২৮টি

গ. ৩১টি ঘ. ৩৮টি

১৭. সালোকসংশ্লেষণ কোথায় সংঘটিত হয়?

ক. ক্লোরোপ্লাস্টে খ. সাইটোপ্লাজমে

গ. নিউক্লিয়াসে ঘ. মাইটোকন্ড্রিয়ায়

১৮. সবাত শ্বসন সাধারণত কয়টি ধাপে সম্পন্ন হয়?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

১৯. একটি কাঁঠালগাছের জৈবিক ক্রিয়া-প্রক্রিয়ার শক্তি আসে—

i. সবাত শ্বসনের মাধ্যমে

ii. অবাত শ্বসনের মাধ্যমে

iii. সালোকসংশ্লেষণের মাধ্যমে

নিচের কোনটি সঠিক

ক. i খ. iii

গ. i ও ii ঘ. ii ও iii

অনুচ্ছেদটি পড়ে ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

অর্পা তার ব্যবহারিক ক্লাসের জন্য একটি লাল জবা ফুল ছিঁড়তে তার পায়ের ধাক্কায় একটি ইট সরে যায়। সে দেখতে পায় ইটের নিচে থাকা ঘাসগুলো সাদা হয়ে আছে।

২০. ব্যবহারিক ক্লাসে অর্পার উপকরণটির মধ্যে বিদ্যমান—

ক. ক্লোরোপ্লাস্ট খ. ক্রোমোপ্লাস্ট

গ. প্রোটোপ্লাস্ট ঘ. লিউকোপ্লাস্ট

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১১.ঘ ১২.ঘ ১৩.খ ১৪.গ ১৫.ক ১৬.ঘ ১৭.ক ১৮.গ ১৯.ক ২০.খ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *