লিজেন্ডস টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর মজার ছলে উদ্যাপন করেছিলেন ভারতের সাবেক চার ক্রিকেটার হরভজন সিং, যুবরাজ সিং, সুরেশ রায়না ও গুরকীরত মান। ‘তবা তবা’ গানের সঙ্গে তাল মিলিয়ে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মতো উদ্যাপন করেছিলে তারা।
রিল ভিডিও করে ভারতীয় ক্রিকেটাররা বোঝাতে চেয়েছিলেন ১৫ দিনের টুর্নামেন্টে খেলে তাদের শরীর ব্যথায় জর্জরিত। তবে তাদের উদ্যাপন মানতে পারছেন না অনেকে।
তাই সমালোচনার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে। পরে অবশ্য সামাজিক মাধ্যমে নিজেদের কর্মের জন্য ক্ষমা চেয়েছেন হরভজন। কিন্তু ক্ষমা চেয়েও লাভ হলো না তাদের।
শারীরিক প্রতিবন্ধীদের অপমান করা হয়েছে এমন অভিযোগ এনে চার ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা একটি সংস্থার কর্তা আরমান আলি নয়াদিল্লির অমর কলোনির থানায় অভিযোগ দায়ের করেছেন।
শুধু হরভজন-যুবরাজদের বিরুদ্ধেই অভিযোগ করেননি আরমান, সন্ধ্যা দেবনাথনের বিরুদ্ধেও করেছেন। মেটা ইন্ডিয়ার সহ-সভাপতি ভিডিওটির বিষয়ে কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেছেন আরমান। এর আগে ভারতের প্যারা অ্যাথলেট মানসী জোসি হরভাজানদের এমন কাজের জন্য সমালোচনা করেন।
নারী ব্যাডমিন্টন তারকার মতে, যুবরাজ-রায়নাদের কাছ থেকে এমনটা কখনো আশা করেননি।