বিজ্ঞান জগতে নতুন কী ঘটল?
প্রতিদিন বিজ্ঞানের জগতে ঘটছে নানা ঘটনা। প্রতিমুহূর্তে এগোচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে অনেক কিছু। প্রকাশিত হচ্ছে নতুন গবেষণাপত্র, জানা যাচ্ছে নতুন গবেষণার কথা। কিছু বিষয় এত সুদূর প্রসারী যে এগুলোর প্রভাব বোঝা যাবে আরও অনেক পরে। এরকম নানা বিষয়, নানা ঘটনায় আজ দেখে নিন-
নতুন এক রং এর কথা
বিজ্ঞানীরা নতুন এক রঙের দেখা পেয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, বার্কলে ও ইউনিভার্সিটি অব ওয়াশিংটন স্কুল অব মেডিসিনের একদল গবেষক আবিষ্কার করেছেন এমন রং, যা আগে কেউ দেখেনি। তাঁরা এই রংটির নাম দিয়েছেন ‘ওলো’। তবে এই রং আমাদের দৃষ্টিসীমার বাইরে। অর্থাৎ এটা আমরা খালি চোখে দেখতে পাবো না।
বিজ্ঞানীরা ‘ওজ’ নামে একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে ওলো রং দেখা যায়। গত ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের সায়েন্স অ্যাডভান্স জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে গবেষকরা জানিয়েছেন, এই রং দেখতে হলে চোখের রেটিনায় লেজার লাইট ফেলতে হবে। এখন পর্যন্ত পাঁচজন মানুষ ওলো রং দেখেছেন। তাঁরা সবাই বলেছেন যে এটি দেখতে সবুজ-নীল বা টিল রঙের মতো। গবেষকরা জানিয়েছেন, ওজ এমন একটি প্রযুক্তি, যা আমাদের দেখার জন্য রেটিনার মধ্যে একরকম মাইক্রোস্কোপের মতো কাজ করে। যেটা অতি অল্প মাত্রার লেজার আলোকে আমাদের চোখের নির্দিষ্ট আলোকসংবেদী কোষকে উদ্দীপ্ত করতে পারে। তখনই এই রঙের দেখা মেলে।
বিজ্ঞানীরা যে ওলো রঙের কথা বলছেন, এর অস্তিত্ব আগে থেকেই ছিল। তবে এই বিশেষ শেডটি আমাদের স্বাভাবিক দৃষ্টিসীমার বাইরে হওয়ায় আমরা এটি দেখতে পাইনি। বিজ্ঞানীরা মনে করেন, শুধু ওলো নয়, মহাবিশ্বে এমন আরও অসংখ্য শেড বা রং থাকতে পারে যা আমাদের দৃষ্টিসীমার বাইরে।
তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, এই রঙ এখনও প্রযুক্তিগতভাবে বাস্তব জীবনে ব্যবহার উপযোগী নয়। কোনো স্মার্টফোন, টিভি বা এমনকি ভার্চুয়াল রিয়েলিটি (VR) হেডসেটেও এই রঙ দেখানোর মতো প্রযুক্তি এখনো তৈরি হয়নি।