নটরডেম কলেজে ভর্তি শুরু কাল থেকে

নটর ডেম কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে কাল থেকে। আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করতে হবে কাল থেকে। ভর্তির জন্য জিপিএসহ যোগ্যতার শর্ত প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ ।

আবেদনের ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) জিপিএ-৫, মানবিক বিভাগ জিপিএ-৩ ও ব্যবসায় শিক্ষা বিভাগ জিপিএ-৪ থাকতে হবে। এসএসসিতে যারা  বাংলা মাধ্যমে ছিলেন তারা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪.৫০, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে জিপিএ-৩.৫০ থাকতে হবে। লিখিত পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থীদের ভর্তি করা হবে। 

কলেজের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ মে বিকাল ৫টা পর্যন্ত নটর ডেম কলেজের নিজস্ব ওয়েবসাইটে ndc.edu.bd  অনলাইনে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। আবেদনের নিয়মাবলি কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে। আবেদন করার সময় ভর্তি পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য ৪০০ টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *