ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে আজ মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে।

আবহাওয়া বিভাগ বলেছে রবিবার দুপুর ২টা ৪৪ মিনিটে রিখটার স্কেলে ৫ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। এর স্থায়ীত্ব ছিলো কয়েক সেকেন্ড।ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো মিয়ানমারের মাওলাইক।

আবহাওয়া দফতর জানায়, ঢাকার আগারগাঁওয়ের বিএমডি সিসমিক সেন্টার থেকে ৪৪১ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে ছিলো ভূমিকম্পের কেন্দ্রস্থল।সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, ভূমিকম্পে ঢাকা, রাঙামাটি, কুমিল্লা, কক্সবাজার ও খাগড়াছড়ি জেলা কেঁপে ওঠে। তবে, কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানায় আবহাওয়া বিভাগ।

এর আগে, গত বুধবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১৭ মিনিটের দিকে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির মাত্রা ছিলো রিখটর স্কেলে ৫.৪। এর উৎপত্তিস্থল ছিলো ঢাকা থেকে ৪৩৯ কিলোমিটার দূরে, মিয়ানমারে।

সোর্সঃভিওএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *