জার্মানির মানহাইম শহরে শুক্রবার ইসলামবিরোধী সমাবেশে দায়িত্ব পালন করতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন একজন পুলিশ সদস্য৷ রোববার কর্তৃপক্ষ জানায়, তিনি মারা গেছেন৷
রোববার পুলিশ ও তদন্তকারীরা যৌথ বিবৃতিতে ২৯ বছর বয়সী ঐ পুলিশ সদস্যের মৃত্যুর খবর জানান৷ ছুরির আঘাতের পর তাকে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
বিবৃতিতে বলা হয়, ‘‘হামলার শিকার হবার পর তার শরীরে জরুরি অস্প্রোপচার করা হয় এবং কৃত্রিমভাবে কোমায় রাখা হয়, তবে ২ জুন রোববার বিকেলে ইনজুরির কারণে মারা যান৷ আমরা এমন এক পুলিশ কর্মকর্তার মৃত্যুতে শোক প্রকাশ করছি যিনি আমাদের নিরাপত্তা দিতে গিয়ে প্রাণ দিয়েছেন৷”
২৫ বছর বয়সী এক যুবক পুলিশ অফিসারের ওপর হামলা করেন৷ তিনি প্রথমে ইসলামবিরোধী সমাবেশের আয়োজকদের ওপর চড়াও হন৷ এরপর ঐ পুলিশ অফিসারকেও আঘাত করেন৷
মানহাইম সিটি সেন্টারে ‘পাক্স ইউরোপা’ নামের এক গ্রুপের সদস্যরা ছিলেন৷ ঘটনায় এই গ্রুপের উপদেষ্টা পরিষদের এক সদস্য আহত হন৷ তার নাম মিশায়েল স্ট্যুর্ৎসেনব্যর্গার৷
তদন্তকারীরা এর আগে জানিয়েছিলেন, হামলাকারি একজন আফগান নাগরিক৷ জার্মানিতে আছেন প্রায় এক দশক ধরে৷ তার কোনো অপরাধের রেকর্ড নেই এবং আগে কখনো আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসেননি৷
তাকে ঘটনাস্থলেই গুলি করে পুলিশ৷ পরে তিনি হাসপাতালে মারা যান৷ হামলার কারণ কী তা জানতে এখনো তদন্ত চলছে৷
ঘটনায় জার্মান রাজনীতিবিদরা শোক জানিয়েছেন৷ চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, তিনি এই অফিসারের মৃত্যুতে গভীরভাবে শোকাহত৷
তিনি বলেন, ‘‘সবার সুরক্ষার জন্য তার নিষ্ঠা সর্বোচ্চ সম্মানের দাবি রাখে৷”
সোর্সঃডিডব্লিউ