গাজী টায়ার কারখানায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানায় দুর্বৃত্তরা আগুন দেয়ার পর অন্তত ১৭৪ জন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা৷

সোমবার বিকেল পর্যন্ত ১৭৪ জন নিখোঁজের তালিকা করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (ঢাকা) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম৷ তিনি বলেন, ‘‘স্বজনরা যারা দাবি করছেন যে তাদের পরিবারের সদস্যরা নিখোঁজ রয়েছেন, যারা গতরাতে লুটপাটের সময় এই কারখানায় এসেছিলেন৷ আমরা তাদের একটি খসড়া তালিকা করেছি৷ এ মুহূর্তে তা যাচাই-বাছাইয়ের কোনো সুযোগ নেই৷ স্বজনরা যারা দাবি করছেন তাদের নাম, ঠিকানা লিখে রাখছি৷”

বিকেল পর্যন্ত এ তালিকায় ১৭৪ জনের নাম লেখা হয়েছে বলে জানান তিনি৷ তবে তারা কেউ কারখানার শ্রমিক নন বলেও উল্লেখ করেন তিনি। প্রতিবেদক অন্তত ১২ জন নিখোঁজ ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলেছেন৷ তাদের দাবি, গতকাল রোববার রাতে গাজী টায়ারসে লুটপাট চলাকালীন তাদের নিখোঁজ সদস্যরা কারখানাটির ভেতরে ছিলেন৷ রাতভর তাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি৷ মোবাইল ফোনও বন্ধ৷ কারখানাটির ছয়তলা একটি ভবনে বেলা দেড়টায়ও আগুন জ্বলতে দেখা যায়৷ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *