উত্তর কোরিয়ার উপগ্রহ উৎক্ষেপণের পরে বিস্ফোরিত

উত্তর কোরিয়া জানিয়েছে, গুপ্তচর উপগ্রহটিকে নিয়ে যাওয়া রকেটটি মাঝ আকাশেই বিস্ফোরিত হয়।

অ্যামেরিকা দাবি করেছে, রকেটের উৎক্ষেপণ উত্তর কোরিয়ার ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল প্রকল্পের অংশ ছিল।

উত্তর কোরিয়ার ন্যাশনাল এয়ারোস্পেস টেকনলজি অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি ডিরেক্টর  জানিয়েছেন, উপগ্রহটিকে নিয়ে যে রকেটটি যাচ্ছিল, সেটি উড়ানের প্রথম পর্যায়েই বিস্ফোরিত হয়।

তাদের রিপোর্টে বলা হয়েছে, তরল অক্সিজেন জ্বালানির নতুন রকেট মোটরের ব্যর্থতার জন্য এই ঘটনা ঘটেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।উৎক্ষেপণের কয়েক ঘণ্টা আগে উত্তর কোরিয়া জানিয়েছিল, তারা চার জুনের মধ্যে একটি উপগ্রহ মহাকাশে পাঠাবার চেষ্টা করবে। এর আগে গতবছর নভেম্বরে তারা প্রথম গুপ্তচর উপগ্রহ মহাকাশে পাঠায়।

প্রতিবেশী দেশগুলি উত্তর কোরিয়ার এই রকেট উৎক্ষেপণের নিন্দা করেছে।দক্ষিণ কোরিয়া বলেছে, এর ফলে গোটা অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হবে।

সোর্সঃ(এপি, এএফপি, রয়টার্স)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *