বোটক্সেই বন্দি হবে বয়স: তিসি দিয়ে তৈরি বোটক্স জেল, ত্বকে আনবে তারুণ্য

ফ্ল্যাক্সসিড বা তিসিকে বলা হয় ‘প্রাকৃতিক বোটক্স’। এটি ত্বককে প্রাকৃতিকভাবে টান টান ও তারুণ্যদীপ্ত রাখে। বয়সের সঙ্গে সঙ্গে ত্বক কুঁচকে যায়, বলিরেখা পড়ে, শুষ্ক হয়ে পড়ে কিংবা ব্রণের মতো সমস্যা দূর করতে অনেকেই ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ বোটক্স ইনজেকশনের শরণাপন্ন হন। তিসি বীজ দিয়ে প্রাকৃতিক বোটক্স জেল বানানো যায়। এই বীজেই রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যা ত্বককে আর্দ্র রাখে ও ত্বকের কোলাজেন তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। তা ছাড়া এই বীজে অ্যান্টি-অক্সিড্যান্ট, প্রোটিন, ফাইবার রয়েছে ভরপুর পরিমাণে। রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। যা ত্বকের প্রদাহজনিত সমস্যাগুলি দূর করতে সাহায্য করে। বিশেষ করে যাঁদের ত্বক ভীষণ স্পর্শকাতর, যাঁদের মুখে ব্রণ-র‌্যাশ বেশি— তাঁরা এই বীজ দিয়ে তৈরি বোটক্স জেল ব্যবহার করতে পারেন।

ত্বকের স্বাস্থ্যে ভালো রাখতে নিঃসন্দেহে তিসি বীজের জেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন-

হাইড্রেশন: প্রাকৃতিক হিউমেকট্যান্টের কাজ করে তিসি বীজের জেল। ত্বকে ময়শ্চার ধরে রাখতে সাহায্য় করে। এর ফলে ত্বক থাকে হাইড্রেটেড এবং ঝলমলে।

প্রদাহ কমে: তিসি বীজের জেলে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের হদিশ মেলে। এই উপাদানের রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি ধর্ম। তাই ত্বকে এই জেল লাগালে চুলকানি বা লালচে ভাব নিমেষে দূর হবে।

অ্যান্টিঅক্সিডেন্টের কারসাজি: তিসি বীজের জেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। ফ্রি ব়্যাডিকেলের ক্ষতি আটকে দিয়ে ত্বকের কোষকে রাখে সতেজ। ফলে বয়সের ছাপও পড়তে পারে না ত্বকে।

স্থিতিস্থাপকতা বাড়ে ত্বকের: নানা ভিটামিন ও খনিজে ঠাসা এই জেল ত্বকের স্থিতিস্থাপকতা বাড়াতে সাহায্য করে। এর ফলে বলিরেখা এবং রিঙ্কেলসও দূর হয়।​

তিসি দিয়ে সহজেই বোটক্স বানানোর উপায় জেনে রাখুন।

বোটক্স বানাবেন যেভাবে

)- ১-২ কাপ পানিতে ২ চা চামচ তিসি নিন।

)- ১৫ মিনিট জ্বাল দিন।

)- মিশ্রণটি ভালোভাবে ছেঁকে নিন।

)- মসৃণ জেলটি একটি পরিষ্কার বাটিতে রাখুন।

)- মুখে লাগানোর আগে জেলটি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা হতে দিন।

ব্যবহার করবেন যেভাবে

> প্রথমে ভালোভাবে মুখ পরিষ্কার করুন, যাতে ময়লা ও তেল দূর হয় এবং জেলটি সহজে শোষিত হয়।

> জেলটি পুরো মুখে লাগিয়ে নিন। গলায়ও লাগাতে পারেন।

> ১৫-২০ মিনিট রেখে দিন, যাতে ত্বকে টান টান হয়ে আসে এবং ত্বককে আর্দ্র রাখে।

> ১৫-২০ মিনিট পর দেখবেন, ত্বক ফেসমাস্কের মতো টান টান হয়ে গেছে। তখন হালকা গরম পানি দিয়ে ধীরেসুস্থে ধুয়ে ফেলুন এবং মুখ মুছে নিন।

সপ্তাহে কতবার ব্যবহার করা যায়

সপ্তাহে ২-৩ বার এই জেল ব্যবহার করলে চোখে পড়ার মতো টান টান ভাব ও তারুণ্যদীপ্ত উজ্জ্বলতা পাবেন।

সংরক্ষণ করা যাবে কি

হ্যাঁ, সংরক্ষণ করা যাবে। তিসি দিয়ে বানানো বোটক্স জেল ব্যবহার করার পর অবশিষ্ট ফ্রিজে রেখে দিলে এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *